শুক্রবার ৭ নভেম্বর ২০২৫ - ১৮:৫৫
যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের বিরুদ্ধে লড়েছে গাজা: নাখালাহ

ফিলিস্তিনি ইসলামিক জিহাদ প্রতিরোধ আন্দোলনের মহাসচিব জিয়াদ আল-নাখালাহ বলেছেন, গাজার জনগণ এবং প্রতিরোধ সংগঠনগুলো প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র– নেতৃত্বাধীন একটি আন্তর্জাতিক জোটের বিরুদ্ধে যুদ্ধ করেছে।

হাওজা নিউজ এজেন্সি: লেবাননের রাজধানী বৈরুতে অনুষ্ঠিত ৩৪তম আরব ন্যাশনাল কনফারেন্সে দেওয়া ভাষণে তিনি বলেন, ইসরায়েলি আগ্রাসনের মুখে গাজার সব প্রতিরোধ গোষ্ঠী ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে এবং এ প্রতিরোধই গাজার জনগণকে ধরে রেখেছে।

তিনি গাজাবাসীর পাশে দাঁড়ানো দেশগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান— বিশেষ করে ইরান, লেবানন, ইয়েমেন, মিশর ও কাতার, যারা বিভিন্নভাবে গাজাকে সমর্থন করে এসেছে।

বক্তব্যের এক পর্যায়ে নাখালাহ পশ্চিম তীরের পরিস্থিতি উল্লেখ করে বলেন, পশ্চিম তীরের ফিলিস্তিনিরা এমন এক বাস্তব যুদ্ধের মুখোমুখি, যা সেখানে বসবাসকারী মানুষের অস্তিত্বকেই হুমকির মধ্যে ফেলছে।

তিনি আরও বলেন, গাজায় যে পরিস্থিতি তৈরি হয়েছে তা এখন ইসরায়েলের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।

নাখালাহ শেষ পর্যন্ত জোর দিয়ে বলেন, প্রতিটি অবস্থায় প্রতিবাদ জারি রাখা এবং প্রতিরোধ ফ্রন্টকে শক্তিশালী রাখা অত্যন্ত জরুরি; এটাই ইসলামিক জিহাদ আন্দোলনের নীতিগত অবস্থান।

আপনার কমেন্ট

You are replying to: .
captcha